আসুন যেনে নেই কিভাবে ?
ধরে নিন আপনার ব্যবসাটি ছোট ,তাই ভাবছেন ওয়েবসাইট প্রয়োজন নাই । কিন্তু এই ধারনা টি সম্পূর্ণ ভুল । কারন আপনি হয়ত জানেনই না ওয়েবসাইট কিভাবে আপনার ব্যবসা সম্প্রসারিত করতে পারে ।
এখন আসুন কিভাবে আপনি আপনার ক্ষতি করছেন । আপনার একটি ওয়েবসাইট না থাকার কারনে সম্ভাব্য ভাল কিছু কাস্টমার হারাচ্ছেন । এটা কিভাবে ধরে নিলাম আপনার একটি কম্পিউটার এর দোকান আছে কিন্তু আপনার একটি ওয়েবসাইট নাই । এখন আপনার প্রোডাক্ট দারাজ এ শপ খুলে বিক্রি করছেন । আপনি হয়ত ভাবছেন দারাজএর মাধ্যমে আপনি অনলিনেই আছেন বা প্রোডাক্ট সেল করছেন । কিন্তু আপনি কি জানেন এর পাশা পাশি যদি আপনার একটি ওয়েবসাইট থাকত তাহলে আপনার বিক্রি আরো বেড়ে যেত । ভাবছেন কিভাবে , একজনে ব্যক্তি যখন আপনার পন্য দেখছে অথবা আপনার প্রতিষ্ঠানের নাম শুনেছে তখন কারো যদি খুব তারা তারি পন্যটির প্রয়োজন পরে তখন সে অথেন্টিক সোর্স খুজে । অথবা সে অনলিনে কিনতে আগ্রহি না বা তার পন্যটি সম্পর্কে কিছু জানার প্রয়জন পরেছে তখন কিন্তু আপনার নাম দিয়ে ওয়েব পেজ সার্চ করে । তখন যদি আপনার একটা ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে আপনার ঠিকানা পেয়ে যায় । তাছাড়া কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকলে তখন একটু একটু আস্থা পাই । কারন এখন যারা অনলিনে পন্য কিনে তারা আস্থার কথাটি প্রথমেই চিন্তা করে কেননা অনেকেই মনে করে অনলিনে পন্য কিনে যদি ধরা খেয়ে যাই । তাছাড়া আপনার একটি ওয়েবসাইট থাকলে আপনার কি কি পন্য আছে তা কিন্তু সহজে কাস্টমারকে জানিয়ে দিতে পারলেন ।
ফেসবুক প্রমোশন ব্যবসার জন্য যতেস্ট নয়ঃ
আপনি যদি আপনার পন্যগুলো ফেসবুকে প্রমোসনের মাধ্যমে সেল করে থাকেন তাহলে আপনার ওয়েবসাইট না থাকার কারনে আপনি কিন্তু সুধু মাত্র গুটি কয়কটি পন্যের তথ্য কাস্টমারকে দিতে পারছেন । যদি আপনার একটি ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু আপনার সবগুলা পন্যের সম্পর্কে কাস্টমার কে জানিয়ে দিতে পারেলন । সেটা কিভাবে আসুন যেনে নেই ধরে নিন আপনি একটা কম্পিউটার এর বিজ্ঞাপন চালিয়েছেন , কিন্তু একজন কাস্টমারের কম্পিউটার এর রেম অথবা হার্ড ডিস্কের প্রয়োজন এখন কিন্তু সে আপনার ওয়েবসাইট এ দেখে নিতে পারল আপনার এই পন্যটি আছে কিনা।এমন ও হতে পারে আপনার ওয়েবসাটেই সে অর্ডার করে দিলো । এখন ধরে আপনার ফেচবুক পেজ কেউ একজন কম্পিউটার এর বিস্তারিত জানতে চাইল তখন কিন্তু আপনাকে তেমন কষ্ট করতে হবে না। সুধু মাত্র আপনার ওয়েবসাইট লিঙ্ক টি দিয়ে দিলেই সে সকল তথ্য পেয়ে যাচ্ছে। অন্যদিক থেকে ফেসবুকে অনেকেই প্রমোশন চালিয়ে থাকে অথেন্টিক আন অথেন্টিক । যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে বিসস্ততার দিক দিয়ে আপনি পিছিয়ে থাকবেন ।
বিজনেস ওয়েবসাইট কি ?
এতখন বলেছি ই কমার্স ওয়েবসাইট এর কথা । এখন আসুন শুধু মাত্র বিজনেস ওয়েবসাইট নিয়ে কিছু যেনে নেই ।
দরে নিলাম আপনার ব্যবসার কোন পন্য সম্পর্কিত না তাহলে কেন আপনার ওয়েবসাইট লাগবে । আপনার একটি ওয়েবসাইট অবশ্যই লাগবে কেননা আপনি যখন আপনার ব্যবসার নাম কারো কাছে বলেন তখন যদি ওই ব্যক্তি আপনার ব্যবসার নাম আগে কখনো না শুনে থাকেন তাহলে আপনার ব্যবসার নাম দিয়ে গুগেল খুজে থাকেন যদি না পায় তাহলে আপনার ব্যবসার সম্পর্কে নেতিবাচক মনভাব পূষন করে । অর্থাৎ যে সকল ব্যবসা সুধুমাত্র সার্ভিস রিলেটেড ঐসকল ওয়েবসাইট কে আমরা বিজনেস ওয়েবসাইট বলে থাকি ।
ব্যক্তিগত ওয়েবসাইট কি ?
এখন আসুন ব্যক্তি গত ওয়েব সাইট নিয়ে কিছু কথা ।ধরে নিন আপনি একজন ডাক্তার অথবা উকিল তাহলে আপনার কেন ওয়েবসাইট প্রয়োজন ?
একজন ডাক্তার হিসাবে আপনার একটি ওয়েবসাট একান্তই প্রয়োজনীয় কেননা আপনার সম্পর্কে যা শুনে থাকে তা হলো লোকমুখে অথবা হাসপাতালের সুবাধে । কিন্তু যদি আপনার একটি ওয়েবসাইট থাকে তাহলে একজন ক্লাইন্ট আপনার সম্পর্কে প্রয়োজনীয় তাথ্য পেয়ে যাবে । যেমন আপনি কোথায় বসেন কখন বসেন ইত্যাদি । এছাড়া আপনার কিছু আবসর সময়ে প্রয়োজনীয় কিছু পোস্ট ওয়েবসাইট ব্লগ আকারে পোস্ট করতে পারবেন ।
এখন আসুন কোথায় থেকে আপনার এই ওয়েবসাইট করাবেন ।
আমাদের দেশে অনেক আইটি প্রতিষ্ঠান আছে কিন্তু আপনার ওয়েবসাইট টি কোথায় থেকে করালে ভালো হয় ? আবার অনেকে এমন ও মনে করে থাকেন যে একটা প্রতিষ্ঠান থেকে ওয়েবসাইট করালেই হল অথবা এখন একটি কোন রকম একটা করিয়ে নেই পরে ব্যবসা ভাল হলে ভাল কোন প্রতিষ্ঠান থেকে করিয়ে নেয়া যাবে । এই ধারনাটি সম্পূর্ণ ভুল ।কেননা পরবর্তীতে এই ওয়েবসাটের তথ্য ও উতপাত্ত্য গুলা হারাতে পারেন । তাই একটি ওয়েবসাইট স্টাকচার একবারেই বানানো উচিত পরবর্তীতে ডিজাইনের পরিবর্তন আনতে চাইলে খুব সহজে ই তা পরিবর্তন করতে পারবেন ।
সুতরাং আমার কথা গুলো যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি এখন মনে মনে ভাবতে শুরু করেছেন আপনি একটি ওয়েবসাইট ভানাবেন । তাহলে আর দেরি কেন আসুন একটি ভাল মানের ওয়েবসাইট বানিয়ে নিজের বেজমেন্ট ঠিক করি এবং ব্যবসাকে সম্প্রসারিত করি । ভাল মানের একটি ওয়েবসাইট বানতে প্রয়োজন একটি ভাল মানের একটি আইটি প্রতিষ্ঠান এবং স্বল্প বাজেটের মধ্যে ওয়েবসাইট বানিয়ে দেওয়ার ও দীর্ঘ আপনার সহজুগিতায় পাসে থাকার প্রতিশ্রুতি অর্থ দিয়ে নয় সেবার মান দিয়ে আপনার বিসস্থা অর্জনে পেন্টানিক আইটি সেই দিক দিয়ে একধাপ এগিয়ে ………।।
To build a great website, you need to start with great company. At Penatnik IT, we offer a variety of packaging plans that will fit every website. If you’re looking for a quick start with Us, you might also Visit Our . Best of all, we have customer service staff who would be happy to answer all of your It related any questions.
ধন্যবাদ
আহমেদ ফায়সাল
পেন্টানিক আইটি সল্যুশন পার্ক লিমিটেড