ইংরেজি ভাষা, প্রযুক্তিগত বিষয়গুলি বোঝার পাশাপাশি আরও ভালো যোগাযোগের একটি অবিচ্ছেদ্য অঙ্গ।ফ্রিলান্সিং এবং আইটি পেশার সাথে জড়িত পেশাদাররা কখনও কখনও অনুশীলন এবং সুযোগের অভাবে প্রয়োজনীয় ভাষার দক্ষতায় ভোগেন।ইংরেজি ভাষায় দক্ষতা তাদের চিন্তা ভাবনাগুলি সঠিকভাবে ভাগ করে নেওয়া এবং প্রকাশ করার আস্থা বাড়িয়ে তোলে। ফ্রিল্যান্সিংয়ের জন্য ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা খুবই প্রয়োজন। সম্প্রতি ফ্রিল্যান্সারদের জন্য বিনামূল্যে ইংরেজি ভাষা প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে পেন্টানিক আইটি সল্যুশন পার্ক। তথ্যপ্রযুক্তি, পেশাজীবী এবং ইংরেজির বেসিক জানা ব্যক্তিরা অথবা যারা ইংরেজি একদমই জানেন না তারা এই সুযোগ পাবেন। আপনার ক্লায়েন্টদের সাথে যোগাযোগের জন্য,তাদের প্রয়োজনীয়তা এবং অ্যাসাইনমেন্টগুলি বুঝতে,কাজ করতে এবং আপনার কাজটি যথাসময়ে উপস্থাপন করার জন্য আপনার যথেষ্ট ইংরেজি জানা উচিত। আপনি আপনার কাজে জ্ঞানী কিন্তু সেটা শুধুমাত্র আপনার মাতৃ ভাষাতেই, কিন্তু কর্মক্ষেত্রে নিজের মাতৃভাষার পাশাপাশি কর্মক্ষেত্রেও দক্ষতা প্রয়োজন। আপনি যদি যথাযথ ইংরেজিতে কথা বলতে পারেন, লিখতে পারেন, বুঝতে পারেন তাহলে কর্মক্ষেত্রেও একাধিক কাজের সুযোগ খুলে যাবে আপনার কাছে।
I don’t think the title of your enticle matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the enticle. https://accounts.binance.com/en/register-person?ref=P9L9FQKY