আমরা পেন্টানিক আইটির প্রতিটি ফ্রী কোর্সে সার্টিফিকেট দিয়ে থাকি। এই সার্টিফিকেট অন্য যে কোন সাধারণ ট্রেনিং সেন্টারের কোর্স কমপ্লিট সার্টিফিকেট থেকে মূল্যবান। এখানের প্রতিটি সার্টিফিকেট অনলাইনে লাইভ থাকবে।
এই লিংকে প্রবেশ করে সার্টিফিকেট নাম্বারটি 92122b0 দিয়ে Search বাটনে ক্লিক করলেই সার্টিফিকেটটির তথ্য বের হয়ে আসবে।
বর্তমান ভুয়া পেপারসের যুগে যে কেউই চাইলে কম্পিউটার দোকান থেকে একটি সনদ বানিয়ে নিতে পারে মুহূর্তেই। যে কোন কোম্পানিতে জবের ক্ষেত্রে বা অন্য কোন প্রয়োজনে সার্টিফিকেট শো করলে তাদের পক্ষে সম্ভব হয় না উক্ত প্রতিষ্ঠানে গিয়ে সনদের সত্যতা যাচাই করা। আর তাই সনদের সঠিক মূল্যায়নও করা হয় না অনেক সময়। অরিজিনাল সার্টিফিকেটকেও দোকান থেকে প্রিন্ট করে নেয়া সার্টিফিকেট মনে করা হয়।
অন্যদিকে, পেন্টানিক আইটির সার্টিফিকেট অনলাইন থেকে যে কোন সময় যে কোন যাচাই করে দেখতে পারবে এটি সঠিক কি না। যেভাবে অনলাইন থেকে “জাতীয় পরিচয়পত্র” কিংবা “জন্ম নিবন্ধন সনদের” সত্যতা যাচাই করা হয়, ঠিক একইভাবে পেন্টানিক আইটির সনদেরও সত্যতা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাচাই করে নেয়া যাবে।
এছাড়া সফট কপি ডাউনলোড লিংক থেকে যে কোন সময় চাইলে সফট কপি নামিয়ে প্রিন্ট করে নেয়া যাবে।
বাংলাদেশে সম্ভবত এই প্রথম আমরাই ফ্রী কোর্সে এতটা ওয়েল ডকুমেন্টেড ফ্যাসিলিটি দিচ্ছি এবং এটি সবার জন্য উন্মুক্ত
I am sorting out relevant information about gate io recently, and I saw your article, and your creative ideas are of great help to me. However, I have doubts about some creative issues, can you answer them for me? I will continue to pay attention to your reply. Thanks.
Join