Graphics Design Basic Course Live Class

কোর্সঃ বেসিক গ্রাফিক্স ডিজাইন
সেশনঃ ২০ টি
প্রতি সেশনঃ ৪০ মিনিট
কোর্স ফিঃ ২১৫০ টাকা
আসন সংখ্যাঃ ৩০ টি (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে)
ক্লাস শুরুঃ ০৯-অক্টোবর-২০২১ (আসন সম্পূর্ণ হওয়া সাপেক্ষে)
ক্লাসের সময়ঃ শনি-সোম-বুধ (বিকাল ৫ টা থেকে ৬ টা – বাংলাদেশ সময়)
প্লাটফর্মঃ zoom online meeting
কোর্স সার্টিফিকেটঃ সার্টিফিকেট দেয়া হবে
ক্লাসের ভিডিও রেকর্ডঃ কোন ক্লাস মিস হয়ে গেলে তাঁর ভিডিও রেকর্ড দেয়া হবে

সীমিত সময়ের জন্য অফারঃ

  • হার্ড কপি সম্পূর্ণ ফ্রী (যার রেগুলার মূল্য ৫৫০ টাকা)
  • মেসেঞ্জার লাইভ চ্যাট গ্রুপের এক্সেস (যার রেগুলার মূল্য ৫২৫ টাকা)
  • ফাইনাল এসাইনমেন্ট + লিখিত পরীক্ষা + ভাইবা তে সর্বোচ্চ ভালো রেজাল্টকারীর জন্য থাকছে উপহার Samsung Galaxy M01 Core (1/16 GB) মোবাইল

কোর্সের বিবরনঃ

গ্রাফিক্স ডিজাইনের চাহিদা বর্তমান বাজারে সকল সেক্টরেই রয়েছে। লোকাল মার্কেটে যেমন একজন ডিজাইনার হিসেবে জব করে ক্যারিয়ার তৈরি করা সম্ভব, তেমনি ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করে রেমিটেন্স বৃদ্ধিতে ভুমিকাও রাখা যায় ডিজাইনের কাজ করে।
কিছুদিন আগেও মানুষের এই ধারনা ছিল যে, গ্রাফিক্স ডিজাইন মানেই হচ্ছে স্টূডিওতে ১ টা ছবিকে ফর্সা করে দেওয়া ১ টা ছবিকে কেটে নিয়ে প্রিন্ট করে দেওয়া অথবা ১ টা ভিজিটিং কার্ড বানানো এই সকল জিনিসই বুঝাতো , কিন্তু আসলে গ্রাফিক্স ডিজাইন সেক্টরটা অনেক বড় কারন বর্তমান মার্কেট প্লেস এর বিরাট অংশই এখন গ্রাফিক্স ডিজাইন এর উপর নির্ভর । ডিজাইন এর মধ্যে আপনি যত মসৃণতা আনতে পারবেন এবং এটা সুন্দরভাবে কাজটা শেষ করতে পারবেন, ততই আপনার ডিজাইনটা অন্য থেকে আলাদা হয়ে ক্রিয়েটিভ একটা কাজে পরিণত হবে ।

কোর্সের উদ্যেশ্যঃ

এই কোর্সটির মাধ্যমে আমরা ডিজাইন স্কিলটি সকলের হাতের নাগালে পৌঁছে দিতে চাচ্ছি। এন্ট্রি লেভেলের ডিজাইনার হিসেবে চাকরিতে জয়েন করার জন্য যে টুকু স্কিল প্রয়োজন, তার পুরোটাই এই কোর্সে দেয়া হয়েছে। এছাড়াও, আমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে সাপোর্ট দিয়ে যাচ্ছি টেকনিক্যাল বিষয়গুলোতে। আশা করছি দক্ষতা তৈরিতে এটি অনেক ভূমিকা রাখবে।
কাদের জন্য এই কোর্সঃ
ছাত্র-ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি এই কোর্সটি করে পড়াশোনা শেষ করার আগেই কিছুটা এগিয়ে থাকতে পারেন পেশাগত দক্ষতায়।
গৃহিণী কিংবা ফ্রী থাকেন এমন নারীরা এই কোর্সটি করে ঘরে বসেই ফ্রিল্যান্সিং এ আয়ের পথে থাকতে পারেন কিছুটা এগিয়ে।
চাকরিপ্রার্থীরা এই কোর্সটি করে সিভিতে একটি স্কিল বাড়িয়ে নিতে পারেন।
এছাড়াও চাকরিজীবীরা দৈনন্দিন কাজের পাশাপাশি একটি বাড়তি আয়ের জন্য এই কাজটিকে বেছে নিতে পারেন

কোর্সটি করতে কি লাগবে?

প্রথমত একটি ল্যাপটপ/ডেস্কটপ এবং একটি স্টেবল ইন্টারনেট কানেকশন
ভালো কনফিগারেশনের কম্পিউটারে আপডেট সফটওয়্যারগুলো দিয়ে স্মুথলি কাজ করা যাবে, আর একটু সাধারণ মানের কম্পিউটারে পুরাতন ভার্সন সফটওয়্যার দিয়ে কাজ করতে হবে। তবে, সকলেই করতে পারবেন।
সফটওয়্যার সহ, ক্লাসফাইল, টুলস যা যা লাগে সব কিছু আমরাই প্রোভাইড করবো।
কোর্স সংক্রান্ত নির্দেশনাঃ
সম্পূর্ণ কোর্সে  এসাইনমেন্ট + লিখিত পরীক্ষা + ভাইবা থাকবে, সেগুলোতে আশানুরূপ মার্ক পেতে হবে
প্রতি পর্বে এসাইনমেন্ট রয়েছে, সেগুলো কমপ্লিট করে পোস্ট করতে হবে

পাঠতালিকাঃ

১/ গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এবং টুলস পরিচিতি
মডিউল-১ গ্রাফিক্স বেসিক, ফটোশপ ইন্সটলেশন
মডিউল-২ ফটোশপের ইন্টারফেস পরিচিতি এবং বেসিক টুলস
মডিউল-৩ ব্রাশ, ক্লোন, ইরেজার টুল
মডিউল-৪ লেয়ার পরিচিতি, ইমেজ রিটাচিং
মডিউল-৫ পেন টুল, ক্লিপিং

২/ প্র্যাক্টিক্যাল ডিজাইন টাস্ক এবং প্রেজেন্টেশন
মডিউল-৬ টাইপ টুল, ব্ল্যান্ডিং
মডিউল-৭ শেপ, পারসপেকটিভ
মডিউল-৮ ফটোশপ ৭ – ফটোশপ সিসি
মডিউল-৯ ভিজিটিং কার্ড ডিজাইন
মডিউল-১০ মকাপ, মাস্কিং

৩/ প্রিন্টেড ম্যাটারিয়াল ডিজাইন

মডিউল-১১ ক্রিয়েটিভ বিজ্ঞাপন ডিজাইন
মডিউল-১২ লিফলেট ডিজাইন
মডিউল-১৩ কালার কারেকশন
মডিউল-১৪ আরজিবি, সিএমওয়াইকে, ফিল্টার, টুলস
মডিউল-১৫ মোবাইল ফটোশপ

৪/ ভেক্টর গ্রাফিক্স ডিজাইন এবং প্রিন্টিং

মডিউল-১৬ ইলাস্ট্রেটর বেসিক
মডিউল-১৭ শেপ তৈরি
মডিউল-১৮ কমপ্লেক্স শেপ
মডিউল-১৯ ভেক্টর কার্ড ডিজাইন
মডিউল-২০ প্রিন্টিং প্রসেস

৫/ প্রফেশনাল ডিজাইন
মডিউল-২১ টি-শার্ট ডিজাইন
মডিউল-২২ ম্যাশ টুল
মডিউল-২৩ ডিজাইন কনসেপ্ট
মডিউল-২৪ প্রোডাক্ট বক্স ডিজাইন
মডিউল-২৫ ওয়েব টেম্পলেট ডিজাইন

 

আবেদন  করবেন যেভাবে

  • আমাদের সার্টিফিকেট সফটওয়্যার এ একাউন্ট খুলে লগ ইন করবেন।  courses.pentanikit.com
  • লগ ইন করে Course Enroll অপশনে যাবেন। Live Graphics Design সিলেক্ট করে এনরোল রিকুয়েস্ট দেবেন। [বিঃদ্রঃ ৩০ জনের সিট ফুল হয়ে গেলে এই অপশনটি বন্ধ করে দেয়া হবে]
  • সেখান থেকে Pay Now অপশনে গেলেই বিকাশ নাম্বার দেয়া আছে, সেই নাম্বারে ২১৫০ টাকা পেমেন্ট করবেন। তারপর ফর্মটি পূরণ করবেন।
    Payment Type: Course Enroll
    Amount: 2150
    Sender Number: 01…………. (যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, সেই নাম্বারটি লিখবেন)
    Note: Enroll Course: Live Graphics Design (নোটে এই লেখাটি অটোমেটিকলি চলে আসবে)
  • Confirm Payment বাটনে ক্লিক করে সাবমিট করলেই হবে।
  • ক্লাস শুরু হওয়ার ২৪ ঘন্টা আগে আপনাকে ফেসবুক গ্রুপ চ্যাটে এড করে নেয়া হবে।

Leave a Reply