গ্রাফিক্স ডিজাইন কোর্স শুরু হচ্ছে রবিবার (২০ সেপ্টেম্বর ২০২০) থেকে
আপনারা রেডি তো?
ওয়েব ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস বেসিক এর পর বরাবরের মত ট্রেইনার হিসেবে থাকছেন “কাজী নিশাত”…
———————-
গ্রাফিক্স ডিজাইন কাদের লাগবে?
১/ যারা ডিজাইনিং এ ক্যারিয়ার গড়তে চান তারা গ্রাফিক্সে এক্সপার্ট হয়ে কাজ করতে পারেন প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার সকল ক্ষেত্রে।
২/ যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছেন তাদের ওয়েবসাইটের ব্যানার, বিজ্ঞাপন, স্লাইডার সহ কন্টেন্ট ডিজাইন করতে পারেন গ্রাফিক্স এর মাধ্যমে।
৩/ ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার সময়ও মোডিফাই করা যায় ডিজাইন এন্ড থেকে
৪/ ডিজিটাল মার্কেটিং যারা করছে তারা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন প্লেসমেন্ট করতে পারেন ডিজাইন করে।
৫/ এমন কি আর্কিটেক্টরাও চাইলে তাদের রেন্ডারিং করা প্রজেক্টগুলো গ্রাফিক্সের মাধ্যমে ইফেক্ট দিয়ে আরো সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন।
———————-
এমন অনেকেই আছেন যারা ফেসবুকে একটি রোমান্টিক পেজ বা ছোট খাটি ফানি টাইপের মেম পোস্ট করেই পপুলার হয়ে উঠেছেন, সেটিও সম্ভব হয়েছে গ্রাফিক্স এর মাধ্যমে…
তাই, প্রশ্নটি এমন হতে পারতো যে, গ্রাফিক্স ডিজাইন কাদের লাগবে না?
গ্রাফিক্স কোর্সটিতে অংশগ্রহণ করতে ইউটিউবে Pentanik IT লিখে সার্চ করে সাবস্ক্রাইব করে রাখুন এখনি।