আজকে আমরা কথা বলব ফেসবুকে কত ডলার বুস্ট করতে হয় ? আমরা প্রায়ই ক্লাইন্টদের কাছ থেকে শুনে থাকি যে বুস্ট তো যে কোনো এমাউন্ট করা যায়, তো কত টাকা বুস্ট করলে বিজনেস এর জন্য পারফেক্ট হবে ? আসলে এ বেপারে ক্লায়েন্টকে কখনও অল্প কথায় ব্রিফ করা যায় না যে কত টাকা বুস্ট করা প্রয়োজন , এখানে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয় | চলুন দেখি কিভাবে এই বিষয়ে আমরা প্ল্যান করব |
অল্প কিছু কোম্পানির কেস স্টাডি নিয়েই আমরা কথা বলব , যে কোম্পানিগুলো টপ ক্লাস, প্রথমেই আসি দারাজ নিয়ে ,
যাদের পেজ লাইক ২.৯ মিলিয়ন , এনগেজমেন্ট ও ২.৯ মিলিয়ন | তারা এই সপ্তাহে পোস্ট করেছে ৩৫টি |
ই ভ্যালি , তাদের লাইক ১.৫ মিলিয়ন , এই সপ্তাহে পোস্ট ৬৪টা এবং তাদের এনগেজমেন্ট ৩০৫কে অর্থাৎ প্রায় ৩ লক্ষ প্লাস |
এরপর আজকের ডিল , তাদের লাইক ১৪৪.৮কে , তাদের পোস্ট হয়েছে ৩৭টি আর এনগেজমেন্ট হচ্ছে ১০ হাজার ,
এরপর আসি পণ্যবিডি ইলেকট্রনিক্স , তাদের লাইক ১৩৪.৬কে , পোস্ট পড়েছে এই সপ্তাহে ৫টি আর এনগেজমেন্ট ১০ হাজার।
তুলনা করলে আমরা মোটামোটিভাবে আইডিয়া পেয়ে যাই ,নিচে
পেন্টানিক আইটির ডেটা দিয়েছি , এখানে লাইক ৫ হাজার , এ সপ্তাহে পোস্ট হয়েছে ১৬টি আর এনগেজমেন্ট ১.৫ হাজার।
এখানে উল্লেখ্য যে বিষয় সেটি হচ্ছে , দারাজ, ইভ্যালি এনারা কিন্তু ১ ডলার ২ ডলার এভাবে বুস্ট করেনি , তারা কিন্তু হিউজ বুস্ট করেছে , যদি এভাবে অল্প বুস্ট করত তাহলে আজকের অবস্থায় পৌঁছাতে পারতো না । শুধু বুস্ট না , এসইও করে এবং মার্কেটিং এর আরও পন্থা অবলম্বন করে তারা আজকে এসেছে এ পর্যায় । একই জিনিষ্টা আমাদের প্রত্যেকের বিজনেসের ক্ষেত্রে করতে হবে । শুরুতে দেখা যায় আমাদের বাজেট এত থাকে না , ধীরে ধীরে আমরা যখন রেসপন্স পেতে শুরু করি তখন আমরা বাজেট বাড়াই । চলুন বিষয়টা আরেকটু গভীরে যেয়ে দেখি , আমি এখানে দুইজন মানুষের বিষয়ে পর্যালোচনা করব, একজনের বুস্টিং এরিয়া ৫ কিলোমিটার , তার টোটাল বুস্টিং বাজেট ৫ ডলার এবং এতে তিনি খুব সম্ভব ৭০০০ মানুষকে দেখাতে পারবেন , আবার আসি দ্বিতীয় ব্যাক্তির বিষয়ে , তিনিও বুস্ট করছেন ৫ ডলার কিন্তু তার এরিয়া বেশি , তিনি মার্কেটিং করছেন ৩৫০০০ হাজার মানুষকে টার্গেট করে , তো কি হবে তিনি স্বভাবতই কাস্টমার কম পাবেন | কাস্টমার বেশি পেতে হলে তাকে রেডিয়াস কমাতে হবে অথবা তার বাজেট বাড়াতে হবে । আবার আসুন দেখি আরেকটি উদাহরণ : ধরুন দুইটি কোম্পানি নিয়ে আমরা কথা বলবো , প্রথমটি স্বনামধন্য কোম্পানি পণ্যবিডি ইলেকট্রনিক্স , খুব নামি কোম্পানি , এই কোম্পানি বুস্ট করলো ৫০ ডলার , রিচ হলো ২০০০০০ কাস্টমার এখান থেকে সেল আসবে ২০০ , এর কারণ ব্র্যান্ডিং , আপনি যত বেশি পরিচিত সেল তত বেশি। কারণ এই কোম্পানি আগে থেকেই অনেক বুস্ট করত , অনেকে এই কোম্পানি থেকে টিভি কিনেছে , অন্যদিকে আরেকটি কোম্পানি যার নাম বন্যবিডি ওরাও বুস্ট করেছে সেম ডলার বাট ওদের সেল হয়েছে ৭ তা রিচ হয়েছে ৩০০০০ , কিন্তু কেন কারণ তারা কপি মাস্টার , বাজারে আছে বাটা একটি ব্র্যান্ড , এ থেকে অনেক কোম্পানি খুললো, বিটা , বোটা আপনি যতই বিজ্ঞাপন দেখুন না কোনো আপনি কিন্তু কিনবেন বাটার জুতো । সো যারা উনিক তারাই কিন্তু মার্কেটে স্থান পায় । এখন আপনার প্রশ্ন আপনি নতুন শুরু করলেন ,উনিক কিন্তু আপনি কি স্টাব্লিশড কোম্পানির কাছে টিকতে পারবেন ? হ্যা পারবেন , যিনি আজকে স্টাব্লিশড উনিও কিন্তু বুস্ট করতে করতে আজকের এই অবস্থানে এসেছেন , আমাদের একটি প্রব্লেম হচ্ছে আমরা শুধু সেল খুঁজি , মার্কেটিং নিয়ে খুব একটা ভাবি না |