হ্যালো সবাই ? আজকে আমরা কথা বলবো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আমরা কিভাবে কাজ পাবো এটা নিয়ে | আসলে আমাদের ফ্রিল্যান্স মার্কেট প্লেস একটু কমপ্লেক্স , দেখা যায় যে আমাদে অনেকেই মার্কেট প্লেসে যোগদান করে কিন্তু কাজ পায়না অথবা কাজ পেলেও প্রপারলি করতে পারে না | এই সমস্যার কারণে ফ্রিল্যান্স মার্কেট প্লেস নিয়ে অনেকের কিছু নেগেটিভ ধারণা হয়েছে | আজকে আমরা আপনাদের একদম প্রপার গাইডলাইন অর্থাৎ মার্কেট প্লেস এ কাজ পেতে হলে কি করতে হবে আর যারা কাজ পায়না তারা কেন পায়না এটা নিয়ে কথা বলব | এখন আমরা সিম্পল একটা জিনিস চিন্তা করি | ধরেন একটা জব | একজন আপনাকে জব দিচ্ছে এবং কাজ করিয়ে নিয়ে পে করছে | ফ্রিল্যান্স মার্কেট প্লেসেও একই সিস্টেম অর্থাৎ একজন আপনাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে বিনিময়ে আপনাকে কিছু টাকা দিচ্ছে | একটা প্রব্লেম হয়ে যেখানে সেটা হচ্ছে লোকাল মার্কেটে আমরা জব নিতে গেলে এক্সপেরিয়েন্স লাগে এক্সপেরিয়েন্স ছাড়া জব নিতে চায় না | আর এক্সপেরিয়েন্স ছাড়া নিলেও খুব অল্প স্যালারি দিয়ে রাখে | যেটা অবশ্যই করণীয় সেটা হল কম স্যালারিতেও যদি কোথাও ৬ মাস বা ১ বছর কাজ করে যদি এক্সপেরিয়েন্স তা নেয়া যায় তাহলে সেটা পরবর্তীতে অনেক কাজে লাগবে | একই ভাবে দুই একটা টুকটাক কাজ করে একটা কোর্স করে মার্কেট প্লেস এ নেমে গেলেন , আপনার মত এমন হাজার লোক আছে , তো তারা কাজ না পেয়ে আপনি কেন পাবেন ? কাজ পাবেন কারণ আপনার আছে এক্সপেরিয়েন্স , অনেক ধরণের প্রব্লেম সল্ভ করার ক্ষমতা আপনার আছে বলেই আপনি কাজ সহজে পেয়ে যাবেন | ধরেন আপনি ওয়েব ডিজাইন এর ১০০ টা কোড পারেন , এই কোড মনে করেন সারা বাংলাদেশের ১ লক্ষ লোক পারে , এই ১ লক্ষ লোকের সাথে আপনার কম্পিটিশন হচ্ছে , আপনি আরেকটু বেশি পারেন , ৫০০টা কোড পারেন , এই ৫০০ কোড সারা বাংলাদেশে ১০ হাজার লোক পারে , এখন আপনার কম্পেটিশন কি হয়েছে , ৯০% কমে ১০ % হয়ে গেছে | এখন আপনি ইন্টারন্যাশনাল লেভেলের ইউএই ইউ এক্স ডিজাইন করতে পারেন , যা সারা বাংলদেশে ১ ২ জন পারে , এখন আপনার কম্পেটিশন ১ % এ নেমে আসছে | তো আপনাকে কি করতে হবে নিশ্চই আপনি বুঝে গেছেন , যত স্কিল ডেভেলপ করবেন তত উপরে উঠতে পারবেন |
এখন এই স্কিল কিভাবে করবেন , প্রাথমিকভাবে কিভাবে কাজ পাবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি |আপনার করা যে কোন কাজ আপনার ফেইসবুক টাইম লাইনে পোস্ট করুন | আপনার টাইম লাইনে ধরেন ৫০০০ বন্ধু আছে , এদের মধ্যে হয়তো পোটেনশিয়াল ফ্রেন্ড আছে ৪০ জন | এই ৪০ জনের মধ্যে কারও যদি কাজের দরকার হয় তাহলে তারা কিন্তু আপনাকে ডাক দিৰে কারণ আপনাকে তারা চেনে , আপনি তাদের কাছে ভরসার পাত্র | এখন আমি আবার জবের দিকে যাই | ধরেন আপনি এক জায়গায় জবের জন্য এপ্লাই করেছেন , আপনাকে ম্যানেজমেন্ট চিনে না , আবার এই পোস্ট এর জন্য আরেকজন এপ্লাই করেছে কিন্তু তাকে ম্যানেজমেন্ট চিনে , জবটা কিন্তু উনি পাবেন জেক ম্যানেজমেন্ট চিনেন | একই থিওরিতে আপনিও ডিজাইনের কাজ পাবেন কারণ আপনি তাদের কাছে বিশস্ত |প্রথমে আপনি খুব সিম্পল ডিজাইন পোস্ট করেন , অনেক বলবে ভালো হয়নি , আপনার ফ্রেন্ডদের মধ্যে যারা ডিজাইনার তারা বলবে এখানে একটু ডেভেলপ করলে ভালো , সো আপনি আস্তে আস্তে নিয়মিত পোস্ট করলেন , মানুষ দেখলো আপনি ধীরে ধীরে ডিজাইন করছেন | তারা আপনাকে আস্তে আস্তে এপ্রেশিয়েট করবে যে আপনি আস্তে আস্তে ডিজাইন ভালো করছেন , তারাই আপনাকে একটা কাজ দেবে , বলবে যে আমাকে একটা ডিজাইন করে দিন , একটা ভিসিটিং কার্ড ডিজাইন করে দিন | তো হতে পারে এই কাজ করতে গিয়ে হয়ত আপনি ফেইল হবেন , এখানে ফেইল হলে আপনার সমস্যা নাই , কিন্তু আপনি যদি মার্কেট প্লেসে ফেইল করেন তবে আপনার প্রোফাইল এ একটা ১ ষ্টার রিভিউ যোগ হবে |আর এই ১ ষ্টার রিভিউ যে আপনাকে কত পেছনে নিয়ে যাবে সেটা আপনি জানেন না | সেই ফেইল কি মার্কেট প্লেসে করা ভালো না ছোট পরিসরে করা ভালো ? এখন এই ছোট পরিসরে আপনি যে ডিজাইন করছেন , সেটাতে ক্লায়েন্টকে খুশি করা মার্কেট প্লেসের থেকে সহজ | কারণ যারা লোকাল মার্কেটে কাজ করি গ্রাফিক্সের তাদের ক্লায়েন্ট খুব অল্পতেই খুশি হয় | বাজেট যেমন কম , ক্লায়েন্ট খুশি হয় খুব সহজে |
লোকাল মার্কেটের কাজ কিন্তু আপনার জন্য লস না , আপনার পোর্টফোলিও ডেভেলপ করছে এই লোকাল মার্কেট কাজ | পোর্ট ফোলিও হচ্ছে আপনার জব এক্সপেরিয়েন্স | এভাবে কাজ করতে করতে ১ বছর পর দেখা যাবে আপনি ১০০ ডিজাইন করে ফেলেছেন | পাশাপাশি হালকা শিখে মার্কেট প্লেসে কাজ খুঁজে একজন কোন পায় নাই | সো কার এক্সপেরিয়েন্স এখানে ডেভেলপ হচ্ছে ? এই গাইডলাইন কিন্তু কেউ আপনাকে দিবে না ? আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রপারলি আগায়ে নিয়ে যেতে |আপনার যখন ১০০ ডিজাইন হয়ে যাবে তখন আপনি একটা ওয়েবসাইট বানাবেন নিজের নামে | আপনার নাম যদি হয় এক্স আপনি সাইট খুলবেন এক্স.কম নামে সাইট | ওয়েবসাইটটিতে আপনার করা কাজ সুন্দর করে ক্যাটালগ আকারে দিয়ে রাখবেন | তাহলে কি হবে আপনি যখন কোন কাজের জন্য এপ্লাই করবেন আপনার পোর্টফোলিও সাইট সাথে সংযুক্ত করে দিবেন | আমার কাজগুলা আমি করেছি প্লিজ ওয়াচ মাই পোর্টফোলিও | আপনার পোর্ট ফোলিও যখন হয়ে যাবে আপনার কাজের খুঁটি শক্ত হয়ে গেলো | আপনি এই পদ্ধতিতে লোকাল এবং ইন্টারন্যাশনাল সব ক্ষেত্রেই কাজ পাবেন |
পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুনঃ 01880-162324