মোবাইলেই ফ্রিল্যান্সিং করে অনলাইনে আয় করুন Online Income BD Payment bKash

আমাদের কাছে প্রায়ই একটা প্রশ্ন আসে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কিনা ?মোবাইল দিয়ে অনলাইন থেকে ইনকাম করা যাবে কিনা ? এ প্রশ্নের উত্তর আসলে সংক্ষেপে দেয়া কঠিন | একটা কথা মাথায় রাখতে হবে যে খুব এডভান্স যে কাজগুলো আছে যেমন , ডিজিটাল মার্কেটিং , গ্রাফিক্স ডিজাইন , ওয়েব ডিজাইন , ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি কাজগুলো করা সম্ভব না | বেসিক লেভেলের কিছু কাজ মোবাইল দিয়ে করা সম্ভব | সেটা কি কি ? সেগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব |

মোবাইল ফ্রিল্যান্সিং সম্পূর্ণ কোর্স

চাইলে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন | সেটা হতে পারে আপনি কোন কোম্পানির ফেইসবুক পেজ এর মেসেঞ্জার এর রিপ্লাই দিতে পারেন , একটা ছবি পোস্ট করতে পারেন প্রোডাক্ট এর , শেয়ার করতে পারেন , এই কাজগুলো চাইলে যে কোন কোম্পানির হয়ে মোবাইল দিয়ে করতে পারেন | সেটা হতে পারে লোকাল কোম্পানি অথবা ফ্রিল্যান্স মার্কেট প্লেস কোম্পানি | এর পর যেটা করতে পারেন সেটা হচ্ছে কনটেন্ট রাইটিং , আর্টিকেল রাইটিং এর কাজ | আপনি চাইলেই মোবাইল দিয়ে আপনি করতে পারেন ,গুগলে একটু সার্চ করে মোবাইলেই এম এস ওয়ার্ড কিংবা গুগলে ড্রাইভে ডকুমেন্টস দিয়ে আপনি কনটেন্ট রাইটিং করতে পারবেন | আমাদের অলরেডি আর্টিকেল রাইটিং এর উপর ভিডিও কোর্স দেয়া হয়েছে | আমাদের ইউটুব চ্যানেল থেকে প্লে লিস্টে গেলেই আপনি দেখতে পাবেন , এবং এখন থেকে আপনি আরোও জানতে পারবেন আর্টিকেল রাইটিং সম্পর্কে | তারপর এই কাজটা শিখে আপনি চাইলে মোবাইল দিয়ে করতে পারবেন | বেসিক লেভেলের গ্রাফিক্স এর কাজ মোবাইল দিয়ে করা সম্ভব | যেমন ফটো রি টাচিং , কালার কারেকশন , পিকচার ক্রপ করা , হালকা লেখা ছবির উপর ইত্যাদি | আমাদের প্লেলিস্টে যেখানে গ্রাফিক্স ডিজাইন অপশন আছে সেখানে ১৫ তম পর্বটি দেখলে দেখতে পাবেন সেখানে মোবাইল ফটোশপ দেখানো হয়েছে |

ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট , মানে কোন কোম্পানির কল সেন্টার এর কাজ , ইমেইল এর কাজ , ছোটোখাটো ডাটা এন্ট্রির কাজ , যেমন কাষ্টমার কল দিলে আপনাকে প্রোডাক্ট সম্পর্কে বলা ,এই কাজগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারেন , অথবা ছোটোখাটো একটা কাস্টমার লিস্টিং আপনি এক্সসেলে করতে পারবেন| বেসিক লেভেলের কিছু ভিডিও এডিটিং করা যায় মোবাইল দিয়ে , যেমন কয়েকটা ভিডিও কেটে নেয়া , কেটে একত্র করা , ব্যাকগ্রাউন্ড এ একটা মিউসিক দেয়া , সাউন্ড বাড়ানো কমানো , হালকা একটু জুম্ করা , এই কাজগুলো মোবাইল দিয়ে করা যায় | এরপর আপনি করতে পারেন ফোরাম বা ব্লগ পোস্টিং এবং কমেন্টিং অর্থাৎ কোন কাস্টমার একটা টপিক দিলে এই টপিক এর উপর কেউ যদি পোস্ট করে ফোরামে বা ব্লগে সেখানে কমেন্টে তাদের লিংক প্লেস করবেন , ব্যাক লিঙ্কিং এর কাজগুলো | আমাদের চ্যানেল থেকে এস ই ও সম্পর্কে ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এস ই ও এবং ব্যাক লিংক সম্পর্কে আপনাদের ভালো আইডিয়া হবে |

এই ব্যাকলিংকের কাজ করতে হলে কিছুটা আপনাকে এইচ টি এম এল জানতে হবে | আমাদের ওয়েব ডিজাইন এর যে কোর্স আছে তার প্রথম ৮ ১০ পর্ব দেখলেই বুঝে যাবেন |

এখন আমরা কথা বলব কোন কাজগুলো করা যাবে না এটা নিয়ে | আমরা নেট এ বিজ্ঞাপন দেখি যে এক ক্লিকে টাকা , ভিডিও দেখলে টাকা এই কাজগুলো করা যাবে না | কারণ ক্লিক করলেই যদি টাকা পাওয়া যেত তাহলে বিল গেটস তার কোম্পানি অফ করে দিয়ে শুধু ক্লিক করত | একটা কথা মনে রাখবেন কাজ না করে সহজে পৃথিবীর কোথাও টাকা পাওয়া যায় না | এর পর কিছু আছে যেমন শেয়ার করলেই টাকা পাওয়া যাবে , যেমন বিকাশের অনেকগুলো অ্যাড মাঝে মধ্যে আসে যেমন আমি এই মাত্র বিকাশে ৫০০ টাকা ইনকাম করলাম তারপর কমেন্ট আসে আপনিও ইনকাম করতে চাইলে আপনিও ক্লিক করুন এই লিংকে , আপনি যখন লিংক এ ঢুকবেন তখন আপনি দেখবেন বলা হয়েছে আপনাকেই আরো ১০ জায়গায় পোস্ট করতে যে আমি ইনকাম করলাম ,অর্থাৎ আপনি ইনকাম না করে পোস্ট করেছেন আর যে পোস্ট করেছে সেও না দেখে পোস্ট করলো | তো এই কাজ করা যাবে না | বিকাশ কোম্পানি এত বেশি টাকা নাই যে সবাইকে ৫০০টাকা করে দিয়ে দিবে শুধু শুধু | আপনার বিকাশের যদি কোন ক্যাশব্যাক অফার থাকে সেটা আপনি বিকাশের ফেইসবুক পেজে ঢুকলেই পেয়ে যাবেন সহজে | মনে রাখবেন কোম্পানি কখনই টাকা দেয় না |

এরপর হচ্ছে ড্রেস সেলের কিছু বিজ্ঞাপন দেখা যায় যে বিভিন্ন গ্রূপে ড্রেস পোস্ট করে কাস্টমারদের সাথে কথা বলে ড্রেস সেল করতে হবে | এখন কথা হচ্ছে কাস্টোমারকে কনভিন্স করে যদি আপনার ড্রেস সেল করার ক্যাপাসিটি থাকে কোনো আপনি অন্যজনের ড্রেস সেল করবেন ? আপনি নিজেই তো মার্কেট থেকে ড্রেস কিনে সেল করতে পারেন অথবা কোন দোকান বা শোরুমের সাথে কন্টাক্ট করে ওদের প্রোডাক্ট অনলাইন এ আপনি সেল করতে পারেন | আর যদি আপনার ক্যাপাবিলিটি না থাকে তাহলে ডিজিটাল মার্কেটিং এর কোর্সগুলো দেখে আপনারা শিখে নিতে পারেন | আমাদের আজকের আলোচনার মূল বিষয় ছিল আসলে ভুল ভাঙিয়ে দেয়া যে মোবাইল দিয়ে আসলে কি করা যায় আর কি করা যায় না আর কোনগুলো ভুয়া |

Leave a Reply

×
×

Cart