সেরা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ২০২১ Top Programing Language 2021

বর্তমানে আইটি ইন্ডাস্ট্রির ক্রমবর্ধমান ডিমান্ডের প্রেক্ষাপটে একজন লার্নার এর পক্ষে সিদ্ধান্ত নেয়া অসম্ভব যে সে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখবে | আজকে আমরা ২০২১ সালের জন্য আমাদের কি কি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানা দরকার তা নিয়ে বিশদ আলোচনা করব |

এই লিস্টটি আপনাকে সাহায্য করবে এই ২০২১ সালে আপনি কিভাবে আপনার ক্যারিয়ার গঠনের জন্য কি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখবেন | আমরা নিচের থেকে শুরু করি |

১০ . সি শার্প : সি শার্প হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এবং খুব সহজ একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ | এই ল্যাংগুয়েজ খুব ফার্স্ট এবং সাপোর্ট করার জন্য অনেক বড় লাইব্রেরি আছে যেটা অনেক রিচ ফাঙ্কশনালিটি নিয়ে আছে যেটা এই ল্যাংগুয়েজ কে নিয়ে গেছে একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর কাতারে |

এই ল্যাংগুয়েজ খুব জনপ্রিয় উইন্ডোজ এবং এর বিভিন্ন এপ্লিকেশন ডেভেলপ করার জন্য | এছাড়াও এটা ভার্চুয়াল রিয়েলিটি গেম ডেভেলপার কাজেও এখন ব্যাবহারিত হচ্ছে | মাইক্রোসফট , আমাজন এবং এই রকম অনেক প্রতিষ্ঠান এই ল্যাংগুয়েজ ব্যবহার করে | সি শার্প ডেভেলপার যাদের কয়েক বছর কাজের অভিজ্ঞতা আছে তারা বছরে প্রায় ১ লক্ষ ডলার ইনকাম করতে পারে |

৯. গো : আরেকটি জনপ্রিয় ল্যাংগুয়েজ হচ্ছে গো | এটি ২০০৭ সালে গুগল দ্বারা ডেভেলপ করা হয় এ পি আই এবং ওয়েব এপ্লিকেশন এর জন্য | বর্তমানে গো একটি ফাস্টেস্ট প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হিসেবে পরিণত হয়েছে |এই ল্যাংগুয়েজ প্রধানত প্রোগ্রামার যারা বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন তাদের কথা চিন্তা করে করা হয়েছে | অনেক বড় বড় আইটি কোম্পানি এই ল্যাংগুয়েজ প্রেফার করে থাকে তাদের কাজের জন্য | গুগল , উবার , টুইচ এবং ড্রপ বক্স নামক বড় বড় কোম্পানি এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকে |

৮. সি ++ : এই ল্যাঙ্গুয়েজ অনেক এফিসিয়েন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ | যদিও এটা অনেক পুরোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা এখনো এর জনপ্রিয়তা ধরে রেখেছে এর হাই পারফরমেন্স এর জন্য | এটিও মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ | এই ল্যাংগুয়েজ ডেস্কটপ এপ্লিকেশন ডেভেলপমেন্ট , ওয়েব এবং মোবাইল সলিউশনস , গেম ডেভেলপমেন্ট এবং এম্বেডেড সিস্টেম এর কাজে ব্যবহৃত হয় | এডোবি , মাইক্রোসফট এবং গুগল এর মতো কোম্পানি সি ++ ব্যবহার করে |

৭. জাভাস্ক্রিপ্ট : এই ল্যাংগুজে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ | হাইলি ইন্টারেক্টিভ , ওয়েবসাইট এবং অনেক ওয়েব এপ্লিকেশন এ জাভাস্ক্রিপ্ট এর ভূমিকা আছে | জাভাস্ক্রিপ্ট প্রথমে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এর কাজে ব্যাবহারিত হত, কিন্তু বর্তমানে জাভাস্ক্রিপ্ট সার্ভার সাইড ডেভেলপমেন্ট এর কাজেও ব্যাবহারিত হয় | এই জন্য যে ফ্রেম ওয়ার্ক ব্যাবহারিত হয় তা হল নোড যে এস | গেম ডেভেলপমেন্ট সেক্টর এ জাভাস্ক্রিপ্ট এর ভূমিকা দিন দিন বাড়ছে | পেপাল , গুগল এবং মাইক্রোসফট এর মতো কোম্পানি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে |

৬. সুইফট : সুইফট হচ্ছে জেনারেল পারপাস ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাংগুয়েজ | এই ল্যাংগুয়েজ আপেল দ্বারা ডেভেলপ করা | এই ল্যাঙ্গুয়েজ পাইথন দ্বারা অনেকটাই প্রভাবিত এবং এটা শেখ খুব সহজ | এই ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি আইওএস এবং ম্যাক এপ্লিকেশন ডেভেলপ এর কাজে ব্যাবহারিত হয় | মজার বিষয় হচ্ছে এপল ষ্টোর এর প্রায় অর্ধেক এপ্লিকেশন এই সুইফট ল্যাঙ্গুয়েজে দিয়ে করা |

৫. জাভা : এই ল্যাঙ্গুয়েজে জেমস গোসলিং ১৯৮১ সালে তৈরী করেন | এই লাঙ্গুয়েজটি মোস্ট ডিমান্ডেবল ল্যাংগুয়েজ বর্তমান প্রেক্ষাপটে এর বহুল ব্যবহার অন্তত তাই নির্দেশ করে | আইটি ইন্ডাস্ট্রিতে জাভা ডেভেলপার সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে থাকে | সাইন্টিফিক এপ্লিকেশন , ফিনান্সিয়াল এন্ড ব্যাঙ্কিং সার্ভিস ওয়েব এবং মোবাইল ডেভেলপমেন্ট এর কাজে জাভা ব্যবহার হয়ে থাকে |” আইবিএল এইচ এবং ইনফোসিস এর মত কোম্পানি জাভা ব্যবহার করে থাকে |

৪. আর : এই ল্যাংগুয়েজ ১৮৮২ সালে তৈরী করেন রস ইহাকা এবং রবার্ট জেন্টেলম্যান | আর হচ্ছে কম্প্রিহেনসিভ এবং স্ট্যাটিসটিকাল এনালাইসিস ল্যাংগুয়েজ | এই ল্যাংগুয়েজ ডেভেলপারকে নতুন ইডিয়া ইমপ্লিমেন্ট এ সহায়তা করে | আর ভালো কাজ করে লিনাক্স , জি এন ইউ এবং উইন্ডোস এ | আর ল্যাংগুয়েজ এর এপ্লিকেশন হচ্ছে ডাটা সাইন্স , স্ট্যাটিসটিকাল কম্পিউটিং এবং মেশিন লার্নিং এ | যদিও আর শেখা অনেক কষ্টের কিন্তু আর কে ফিউচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে গণ্য করা হয় | কগজেমিনি এবং একসেনচুর এর মতো কোম্পানি আর ব্যবহার করে |

৩. কটলিন : কটলিন হচ্ছে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ | এই ল্যাংগুয়েজ ডেভেলপ করেন জেট ব্রেইনস | এই ল্যাংগুয়েজ ফাঙ্কশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে | কটলিন ল্যাঙ্গুয়েজ এন্ড্রোইড ডেভেলপমেন্ট , ওয়েব ডেভেলপমেন্ট , ডেস্কটপ এপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং সার্ভার সাইড ডেভেলপমেন্ট এর কাজে ব্যাবহারিত হয় | বেশিরভাগ গুগল এপ্লিকেশন কটলিন এর উপর বেস করে তৈরী করা | কোরসেরা , পিন্টারেস্ট এর মতো কোম্পানি কটলিন ব্যবহার করে থাকে |

২. পি এইচ পি : এই ল্যাংগুয়েজ তৈরী করা হয়েছিল মূলত পার্সোনাল ওয়েবসাইট মেইনটেইন করার জন্য | এর পর এই ল্যাংগুয়েজ গ্লোবালি ২৫% ওয়েবসাইট এর দখলে নিয়ে নিয়েছে | এই ল্যাঙ্গুয়েজ মূলত স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে ব্যবহার করা হয় | জনপ্রিয় ফ্রেমওয়ার্ক লারাভেল এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরী করা | ফেইসবুক , ইয়াহু এর মতো কোম্পানি এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে |

১. পাইথন : এই ল্যাঙ্গুয়েজ আছে নম্বর ১ পসিশন এ | পাইথন খুব দ্রুত জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ এ পরিণত হয়েছে এর রিলায়েবল ওয়েব বেসড ফ্রেমওয়ার্ক এর জন্য | পাইথন মূলত ওপেন সোর্স এবং এটা শিখা খুব সহজ | পাইথন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় | জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক যেটা পাইথন দিয়ে বানানো তা ব্যবহৃত হয় ওয়েব ডেভেলপমেন্ট এর কাজে | পাইথন মূলত প্রেফার করা হয় মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কাজে | ইনস্টাগ্রাম, স্পটিফাই,আমাজন এবং ফেসবুক এর মতো কোম্পানি পাইথন ব্যবহার করে থাকে |

Leave a Reply