অনেকেই আছেন ফ্রিল্যান্সিং খাতে ক্যারিয়ার গড়তে চান, বা এটা ওয়েব ডিজাইন কে পেশা হিসেবে নিতে চান তবে এই পোস্টটি আপনার জন্য । আপনি যদি ওয়েব ডিজাইন বিষয়টিকে পেশা হিসেবে বেছে নেন তবে ঠিক আছে, কিন্তু যাঁরা পেশা হিসেবে এ ক্ষেত্রে আসার কথা ভাবছেন তাদের কিছু কিছু বিষয় জেনে রাখা গুরুত্বপূর্ণ।
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে যদি ওয়েব ডিজাইন নিয়ে বলতে হয় তাহলে, ওয়েব ডিজাইন বলতে আমরা যা বুঝি , বিভিন্ন পরিপ্রেক্ষিতে মোটামুটি কয়েক ধরনের ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্ট ব্যবহার করে এটা তৈরি করা হয়ে থাকে, আবার শুরুতে ফটোশপ ব্যবহার করে প্রথমে এটার সার্বিক ঘটন নির্ধারণ করা হয়।
একটা ওয়েব সাইট এর মূলত দুটি ভাগ:
১. ওয়েব ডিজাইন বা HTML, CSS এবং Javascript
২. ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব প্রোগ্রামিং
একটা বিষয় মনে রাখা দরকার, একজন ভালো ওয়েব ডিজাইনার বা প্রোগ্রামার হতে হলে আগে ভালো ওয়েব ডিজাইনার হতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট অর্থাৎ ওয়েব প্রোগ্রামিং শেখার ১ম ধাপ হলো ওয়েব ডিজাইন। এ জন্য আপনাকে প্রথমেই শিখতে হবে HTML, CSS এবং Javascript (বিশেষভাবে প্রয়োজন Jquery মতো কোনো লাইব্রেরি )। তারপর মূলত ওয়েব প্রোগ্রামিং যেমন PHP, asp.net, java বা অন্য কোনো প্রোগ্রামিং ভাষা। তবে বলতে পারেন, php কাজ বর্তমানে সবচেয়ে বেশি।
ফ্রিলান্স মার্কেট প্লেসে ক্যারিয়ার গড়তে ওয়েব ডিজাইন এবং ফ্রন্ট-ইন্ড-ওয়েব ডেভেলপমেন্টের হাজারো কাজ পাওয়া যায় এবং এই ধরনের কাজে প্রতিদ্বন্দ্বিতা তুলনামূলক সবচেয়ে কম তবে চাহিদা বেশি। তাই কাজ পাবেন সহজে এবং এ ধরনের কাজের দামও বেশি। একজন সাধারন মানের ফ্রিলান্সারের যদি ঘণ্টাপ্রতি কাজ করার রেট হয় ২ ডলার, কিন্তু জানেন কি , একজন ওয়েব ডিজাইনার এর ঘণ্টাপ্রতি রেট শুরুতেই ১০ বা ১২ ডলার হয়ে থাকে। তবে অনেকের ধারনা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখলে শুধু ফ্রিলান্স করতে হবে এবং না করলে আয় বন্ধ তা কিন্তু নয়, তাদের জন্য বলছি, অনেক মার্কেট প্লেস আছে যেখানে ওয়েব টেম্পলেট এবং ওয়েব ইলিমেন্ট খুবই ভালো দামে বিক্রি করা যায়। এক্ষেত্রে আপনি আপনার নিজের তৈরি করা একটি ডিজাইন টেম্পলেট বহুবার বিক্রি করতে পারবেন এবং কোয়ালিটি ভালো হলে প্রতিমাসে একেকটা টেম্পলেট এর আয় দিয়েই আপনি অধিক পরিমানে অর্থ উপার্জন করতে পারবেন।
ফ্রিল্যান্সিংয়ের জন্য ওয়েব ডেভেলপমেন্ট শিখতে অনেকেই টাকা দিয়ে কাজ শিখার জন্য প্রশিক্ষণ কেন্দ্রের খোঁজ করে থাকেন। তবে শুরুতেই কোথাও যেয়ে টাকা খরচ করার প্রয়োজন নেই , কারন Pentanik IT দিচ্ছে ফ্রী তেই কোর্স করার সুযোগ, যেখানে নিজে আগে বেসিক এবং ইন্টারমিডিয়েট বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন এবং গুগল আর ইউটিউব হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো শিক্ষক। যদি ইংরেজি ভালো না বোঝেন, তবে ভিডিও টিউটরিয়ালগুলো দেখুন। এরপরও মনে কোনো প্রশ্ন থাকলে আপনার পরিচিত বা আশপাশে যাঁরা ফ্রিল্যান্সিং বিষয়ে অভিজ্ঞ, তাঁদের জিজ্ঞেস করুন।
মনে রাখবেন, আপনি যেখানেই শিখতে যাবেন বা যেখান থেকেই শিখুন না কেন, দিন শেষে কিন্তু আপনার নিজেই পরিশ্রম করতেই হবে, তা না হলে এখানে আপনার সবকিছুই বৃথা যাবে। হাল্কা – ভাসা ধারণা বা এরূপ দক্ষতা নিয়ে আপনি আপওয়ার্ক বা যেকোনো ধরনের মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলে কাজ পাওয়ার চিন্তা রাখলে হতাশ হয়ে পড়বেন। মনে রাখবেন, অন্যদের থেকে নিজেকে আলাদা করতে চাইলে পরিশ্রমটাও জীবনে অন্যদের চেয়ে নিজেরই বেশিই দিতে হবে । ধৈর্য নিয়ে লেগে থাকলে কোনো কিছুই অসম্ভব নয়।