এসইও কেন অনলাইন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ

আজকে আমরা এসইও নিয়ে কিছু কথা বলব | এই সময়ে করোনা মহামারীর কারণে অনেকেই অনলাইন ব্যবসায় ইন্টারেস্টেড হচ্ছি এবং অনেকেই বিসনেস এ হোম ডেলিভারি করে থাকি | আগে যারা আমরা অনলাইন ব্যবসায় সাচ্ছন্দ বোধ করতাম না তারাও কিন্তু আস্তে আস্তে অনলাইন ব্যবসায় ঝুকছি | তো আপনি ঠিক করলেন আপনি অনলাইন ব্যবসা করবেন , এই অনলাইন ব্যবসার জন্য ফেইসবুক হচ্ছে খুব দ্রুততর কার্যকর একটি প্লাটফর্ম | আপনার ব্যবসাকে যদি প্রফেশনাল ওয়েতে কাস্টমার এর কাছে নিয়ে যেতে হয় তবে অবশ্যই আপনার একটি ওয়েবসাইট থাকা লাগবে | এই ওয়েবসাইট টিতে আপনাকে খুব ভালো একটি ডিজাইন দিতে হবে | ধরে নিন আপনি একটি ডোমেইন হোস্টিং কিনেছেন অনলাইন শপিং বিডি নামে , আপনার একটি ওয়েব প্লাটফর্ম হয়েছে , আপনি একজন ভালো ডেভেলপার দিয়াই সাইট ডিজাইন করে গুগল এ সাবমিট করেছেন | এখন গুগল এ গিয়ে আপনি যদি অনলাইন শপিং বিডি লিখে সার্চ দেন ফার্স্ট পেজ এ আপনার সাইট টি আসবে না |

কেন আসবে না ? কারণ আপনার নাম পপুলার থাকার কারণে অনেকেই এই নাম দিয়ে সাইট খুলে এটার অবস্থান উপরে নিয়েছে , তাই আপনার সাইটটি আসতে হলে অনেক সময় ব্যায় করতে হবে এবং আপনাকে কিছু এসইও করতে হবে | যেটাকে আমরা বলে থাকি সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন | এসইও করতে হলে আপনাকে অবশ্যই একজন কনসালটেন্ট এর শরণাপন্ন হতে হবে | তো এসইও কেন করবেন এটা নিয়ে সংক্ষেপে না বললেই নয় , যেমন আপনি খুব সুন্দরভাবে সাইট সাজিয়েছেন , এখন এটাকে যে কোনো উপায়ে আপনাকে উপরে তুলতে হবেই , মনে রাখতে হবে , কাস্টমার আপনাকে যেন কোনো কিছু লিখে সার্চ করলে খুঁজে পায় | সাধারণত আমরা যারা গুগল এ সার্চ করি আমরা প্রথম পেজের ২ থেকে ৩ টি ওয়েবসাইট দেখি মেইন ইনফরমেশন হিসেবে | এক সমীক্ষায় দেখা গেছে ৭০ থেকে ৮০ % মানুষ টপ ফাইভ ওয়েবসাইট কে বেছে নেয় তাদের চাহিদা হিসেবে | আপনি যদি টপ ফাইভে আপনার ওয়েবসাইট নিয়ে আসতে পারেন তবে আপনার অর্গানিক কিছু কাস্টমার হবে যা দিয়ে আপনার ভালো সেল জেনারেট হবে | কেননা ওয়েবসাইটে যারা সার্চ দেয় তারা প্রোডাক্ট কেনার জন্য সার্চ দেয় | অপরদিকে আপনি ফেসবুকে মেসেজ দিলে কাস্টমার আকর্ষিত হলে আপনাকে মেসেজ দেয় , যার মানে হচ্ছে ঐটা আপনার নিস্ কাস্টমার নয় | ওয়েবসাইটে কাস্টমার যদি প্রবেশ করে তাহলে অবশ্যই সে আপনার নিস্ কাস্টমার | এতক্ষন এসইও নিয়ে যে আলোচনা করলাম আপনারা নিশ্চই বুঝেছেন এসইও কি রকম দরকারি আপনার ওয়েবসাইটের জন্য |

Leave a Reply

×
×

Cart